আকাশ মেঘলা দেখে ধরেই নিয়েছো বৃষ্টি হবে !
কখনো কখনো আকাশে অকারণে ও মেঘ জমে ।
জলদ রাশিতে পরিপূর্ণ আকাশ ভারাক্রান্ত হয়ে থাকে!
তবুও বৃষ্টি হয়ে ঝরতে পারে না।
আর আমরা মেঘলা আকাশ দেখে শুধু আকাশকেই
দোষ দিই
“কেন বৃষ্টি হল না!”
একবার ও বুঝতে চাই না, ওর ভিতরের যন্ত্রনাটা,
শুনতে চাই না ওর হৃদয় বিদারক চিৎকার,
দেখতে চাই না আলো আঁধারির মাঝের আকাশটাকে,
জানতে চাই না ও কিসের জন্য এত মন মরা !
যেন মনে হয়, কোনো নিষেধের বেড়াজালে আটকে পড়ে ছটফট করছে।
শত চেষ্টা করেও এ জাল ছিঁড়তে পারছে না।