মুছে যাওয়া স্মৃতিগুলো আবার এসেছে জ্বালাতে
বন্ধুর পথ জাগে এভাবে জীবন-জোড়া পালাতে|
সুখী-সুখী ভাবনায় ঝড়-সফরে হাজির দহন-জ্বালা
আরাম-চেয়ারে বসে হঠাৎ দেখি ঝোলে দুঃখ-তালা!
খোলা কপাট পেয়ে এমন করেই ঢুকছে বেনোজল
কিছুক্ষণের মামলাটাকে মন চায় না দিতে আমল|
ধূর্ত রাক্ষসরাজ যেন সেই স্মৃতি হানাদার কৌশলে
জীবন যদিও গড়গড়ায় বেশ ঝালে-ঝোলে-অম্বলে|
ভালো আছি, ভালো থেকো আহ্লাদে কুস্মৃতি-ছোবলে
আসুক না বেড়াতে পাড়ায় সেজন কথাই না বলে|
স্মরণের কুনজরে হলেও কাবু কেনই হব নাজেহাল?
তমসার শেষে আলোর দেমাকে দিনটা করে কামাল|
মন্দ-ধন্দ অতীত-ঝোলায় অভিজ্ঞতায় লেখা দিশেহারা
সুখ-স্মৃতিতে বাঁচন-নেশায় পৃথিবীটা নয়কো মনমরা|