শূন্যতার আঁতুড়ঘরে প্রসব আরেক নবজাতকের!
পুনর্বার কান্নার বহুল ঘূর্ণিপাকে
অন্তরটা ফালা-ফালা !
শূন্যতায় বর্দ্ধমান শূন্যগুলোর তাণ্ডব নাচনে
দুঃখের বিশ্বে প্রকট হা-হতোষ্মি-জ্বালা|
তেমন জ্বালার জ্বালামুখে জ্বলন্ত অভিব্যক্তি
সময়ের যেন নিছক ছেলেখেলা!
অথচ পোড়ে খাঁ খাঁ দিল-সুন্দর,
পোড়ে সম্পর্কর সব নাট-বল্টুগুলো|
আগ্রাসনের তীব্রতায় নাড়ীর স্পন্দন
ঠিক ঠিক অনুপাতে যদি সজাগ-সচল,
শূন্যতার আঁতুড়ে জাতকের আকুল ক্রন্দন
তখুনি আরক্তিম শরমে লালে লাল!
শূন্য-প্রভাবিত রণে আঁতিপাতি তল্লাসে
অন্তিমে জয়ীর ঠোঁটে হাসির চলাফেরা|