রাত জাগে এই ভাবুক মন, কারণ অকারণ,
সে শোনে না কোন বারণ।
তুমি যে রয়েছো মনে,শুভ অশুভ ক্ষণে,
সঙ্গী হয়ে থেকো এভাবেই সর্বক্ষণ।
না বলা কতো কথা,হাসি কান্না দুঃখ ব্যথা,
বলেই চলি অর্নগল!
নীল আকাশে কালো মেঘের ঢল।
রাত জাগে এই মন,
তুমি ডাক দিলেই,
এই বুকে হুলুস্থুল আলোড়ন!
সব কিছু ফেলে শব্দের অধিক,
আলোর চেয়েও দ্রুত গতিতে
ছুঁয়ে থাকবো সুজন!
রাত জাগে এই মন,
তুমি কাছে এলেই
সব কষ্ট নষ্ট হয়ে নিমেষে মুছে যায়!
শব্দ গুলো সাদা পাতায় কবিতা হয় তখন!