তুই আমার কাছে শ্রাবণ ভেজা সন্ধ্যা চাইলি,
তোর কাছে আমি বৃষ্টি হয়ে এলাম।
তুই একমুঠো রোদ্দুর চাইলে,
আমি ভোরের আলোয় তোর ফুল বাগানে হাসি হয়ে ফুটে রইলাম।
তুই একবিন্দু ভালোবাসা চাইলি
আমি আমার গোটা হৃদয় ঢেলে তোকে সাজালাম!
তুই আমায় কালবৈশাখীর ঝড় হয়ে উড়তে বললি।
আমি দক্ষিণা বাতাস হয়ে তোর অলিন্দের শিরায় ধমনী তে বয়ে গেলাম।
তুই পাথরের বুকে ফুল ফোটাতে বললি,
পাথর কে আমি দেবতা মনে করে পুজো করলাম।
তুই একটু স্নেহ আবদার করলি,
আমি তোর ললাট ছুঁয়ে আাখিঁতে চুম্বনের জলছবি এঁকে দিলাম।
তুই উত্তাল সমুদ্র হতে চাইলে,
তোর বুকে আমি ঢেউ হয়ে রয়ে গেলাম।
তুই আকাশের গায়ে স্বপ্ন সাজাতে বললি,
তোর শরীর জুড়ে আমি রামধনু রঙ ছড়িয়ে দিলাম।
এক এক করে যখন সকল মনের কথা দুই নয়নে সাজালাম, তুই আমার চোখে চোখ রাখলি,
চোখের ভাষায় বললি একটিবার কিছু তো বল!
চোখের পলকে যখন কোথাও আমি আর থাকবো না, তোর অস্তিত্ব জুড়ে!
আমায় দু ফোঁটা অশ্রু দিবি বল!