আমি সেই প্রত্যাখ্যান
সেই অনিচ্ছা নির্বাসন
যে উৎসব থেকে ফিরে যাওয়া
শত অবহেলায় নতমুখ,,,।
আমি সেই নীরব বেদনা
সেই অভিমান ভেজা শ্রান্ত চোখ
কোনো অজানা ধূসর দিগন্তে
বাঁচি একাকিত্বের সুখ,,,।
কখনও ফাল্গুনী পূর্ণিমা রাতে
নির্বাসনে সজ্জিত থাকা ঘোলাটে চাঁদ
আমি সেই চরম নিস্তব্ধতা
সমাধির পাশে চিরনিদ্রায় রই শায়িত,,,।
আমি সেই কেঁদে ওঠা
একরাশ নোনাজলের আকুতি
কখনও নাস্তিকের গলা জড়িয়ে থাকা
এক বারাঙ্গনা স্বৈরাচারী রক্ত,,,।
আমিই রাতের নিঃসঙ্গ তারকা
আবার আমিই সেই অর্বাচীন
মেঘলা দিনের অখন্ড অবসর,,,।
আমিই সেই অমাবস্যার মাতন
কখনো স্বপ্নের ভিড়ে অতি সংগোপনে
হারিয়ে যাওয়া মৃত্যুবাসর,,,।