আবার দেখা হবে কোনো এক অচেনা বৈশাখে,
নব উৎসবের সমাহারে সমস্ত মেঘেদের বিরোধী শিবিরে,
গর্জে ওঠার অভ্যাসে দাঁড়াব আবার নতুন করে
সকল বিরুদ্ধতার ভ্রুকুটি সরিয়ে,
মৃগয়ায় খুঁজে ফেরা কোনো আদিম রক্তাক্ত প্রান্তরে।
দেখা হবে বৃষ্টি ভেজা কোনো দুপুরের অলস নির্বাচনে,
ঝরে যাওয়া গরমের অলস দহনটুকু সরিয়ে,
উজ্জ্বল বর্ণময় গানে গল্পে কবিতার ব্যালটে
অথবা কোনো সমৃদ্ধ শান্তির পাতায় পাতায়,
যখন আমার কবিতারা দীর্ঘশ্বাস ফেলে মাঝরাতে
কিম্বা মঙ্গল প্রার্থনায় ব্যবসায়ীর নতুন খাতায়।
ভাগ্যের পূজায়, নববর্ষের আপ্যায়নে থাকব জড়িয়ে,
শতাব্দী জুড়ে অনিত্য খুশির স্পন্দন হয়ে।