তীব্র ইচ্ছাগুলো পাত্তারি গুটায়
ইদানীং কিছু পাল্টানো স্বভাব;
শীতের রাতে ফুটপাথে পায়চারি
তারাদের ভিড় কুয়াশা মাখা,
অস্পষ্ট!
একদৃষ্টে মেঘগুলোর দিকে তাকাই
কিছুপরেই চোখে ধাঁধা লাগাই;
পিছুটান ছিন্ন হয়েছে সেই কবে
ভাবিনা কিছুই, শুধু তাকাই,
শূন্য দৃষ্টে!
দমকা হাওয়ায় হিমেল ভাব
স্মৃতির চাদরে আমি উষ্ণতায়;
দিনগুলো কাটে খুব দ্রুততায়
আমি আজও সেই মগ্নতায়,
খুব সেকেলে!