সময়ের সাথে ছুটে চলে রথ অমোঘ কালের টানে,
সভ্যতা জুড়ে সে জয়যাত্রা অগ্রগতির পানে।
জগতের মাঝে লোকসান লাভ শুধুই মিছে এ খেলা,
ভাগ্যের হাতে কুশীলব মোরা জীবন নাট্য শালা।
কালের প্রকোপে রথের রশিতে আজো পড়ে নাই টান,
কালচক্রের দুর্দম বেগে ঘুচে বাধা ব্যবধান।
রথের মেলার সেই সুঘ্রাণ বুক জুড়ে আজো ভাসে,
পশরা সাজাতে রথের মেলায় আজো “রাধারানি” আসে।