কুয়াশার চাদরে মোড়া পিচঢালা রাস্তায়
আজ উদভ্রান্ত শিশির কণা –
তবে কি ওরা পিছিয়ে পড়েছে সভ্যতার থেকে !
বেমানান হয়ে পড়েছে বর্তমানের কাছে।
কই , প্রকৃতি তো তা বলেনি !
দেয়নি কোনো আগাম সতর্ক বার্তা,
তাই তো আজ ওরা দিকভ্রান্ত।
এদিক ওদিক খুঁজে মরে সেই ঘাসের আগা
যেখানে আছে ওদের চিরকালীন প্রেম।
আজ সভ্যতার কংক্রিটে ধাক্কা খেতে খেতে
ওরা ক্ষতবিক্ষত।
তবু চলে ওদের নিরন্তর খুঁজে মরা।