মুঠোভরা ভালোবাসা পাঠিয়ে দিলাম তোমার নামে
যত্নে ভরা রঙিন খামে।
আগলে রেখো,যত্নে রেখো,
দু’চোখ ভরা স্বপ্ন আমার স্মৃতির পাতায় লিখে রেখো।
স্বপ্নগুলোর নাম রেখেছি ফুলের নামে,
মন বাগিচায় সাজিয়ে রেখো খুব যতনে।
আশ্রয়হীনা স্বপ্নগুলো ভীষণ এলোমেলো,
পারবে কি বাসতে ওদের ভীষণ ভালো !