উত্থান-পতনে মানুষ আর শেয়ার-দর
মুদ্রার এপিঠ-ওপিঠ|
ঝুঁকি-ই যেন নিজ-সখী দুজনার যোগাযোগে,
উচ্ছ্বাসে সুসময়ে গালভরা হাসি পড়ে ঠিকরে
ঊর্দ্ধাকাশে শ্রীচরণ দুটি রেখে!
উত্থিত আবহাওয়ায় ধরাকে সরা জ্ঞানে
নাক-উঁচুদের লাগে ভালো গর্বের দাস হতে|
ঝুঁকিগুলো শেয়ার-রাজ্যে অনিশ্চিতে কিলবিল,
যেমন জীবন-পথে ওদের বাড়ন তিল তিল!
দুঃখ-কষ্ট-শোকের আবহে ঘটমান দিনে
আতঙ্কিত তাদের চোখে জ্বলজ্বল এক ঘাঁটি-
সেখানে ঝুঁকির বস্তিতে মানুষের অনেক গিঁট!
উত্থান-পতনে জীবন আর শেয়ার-দর
তাই মুদ্রার এপিঠ-ওপিঠ|