খাই খাই আপাদমস্তকে জিরান-আয়োজন
ঢিল ছোঁড়া দূরে যায় থমকে!
মেটার পরও মিটল না চাহিদার আদ্যোপান্ত,
বিশাল হাঁ-টাও যেন তথৈবচ!
নয় জঠরের, নয় মনের, নয় দেহের-
অশরীরী কিছুর ভর ও ভারে নিজেরাই
বেসামাল-বেআক্কেল পথের চমকে!
চমকানির এমন বৈভবে স্থান-কাল-পাত্রেও
সার সার গলদের শুনি তুমুল হর্ষধ্বনি!
চাহিদার সরোবরে তখন দিন-রাত্তির সব
একাকার একাসনে|
রসনা-কামনার পরেও আরো কত শত
কিউ-য়ে দাঁড়িয়ে !
খাওয়ার নানা কৌশলে দুর্বলতার ভূমিকা
বেশ বেশ স্পষ্ট শিরা-উপশিরায়,
সাথে হাজার কলহ ডুগডুগি-ঝুমঝুমি হাতে
ব্যস্ত নাকি আপ্যায়নে !
খাই খাই মাথা থেকে পা দজ্জাল প্রেমে
মানুষকে রাখে বশে খুব ধমকে!