না-বলা কথারা যেন আগ্নেয়গিরির
ফুটন্ত লাভাস্রোত !
কথনের ইচ্ছেটাকে লাগাম পরিয়ে উচ্চ শিরে
মননের গভীর নিয়ন্ত্রণ!
আঁটন-বাঁধন তুচ্ছ জ্ঞানে সরিয়ে দিতে
ভেতর-ভেতর প্রস্তুতিরও ভরনপোষণ |
কখনো ভয়, কখনো বা লজ্জার ভ্রূকুটিতে
অস্বস্তির অসহ তাড়ন!
গোপনীয়তায় ঠাসা জালে কোণঠাসা বুঝি মানুষজন |
না-বলা কথারা ঘোমটার তলায় খেমটা
নাচনে ওস্তাদের শিরোমণি |
শব্দগুলোর পায়চারী এখন অনুভবে অনুরণিত!
বর্হিপ্রকাশের তুমুল সংলাপে সন্দেহের ওজনে
অন্তরাত্মাও ভারী জবুথবু !
তবু স্বচ্ছ আসমান স্বচ্ছতায় কখনো-সখনো
আড়ালে রাখে মানুষকে !