কোথায় গেল পালকি গুলো্!
ছয় বেহারা কোথায় তারা,
গাঁইতি কাঁধে যাচ্ছে কারা?
কারা আবার ছয় বেহারা।
গাঁয়ের ঘাটে পুকুর কাটে,
এখন বুঝি ভাটায় খাটে!
কীইবা করে গায়ের জোরে,
তাদের বলে দেশটা চলে ।
পালকি পড়ে দরদালানে,
সারা বছর প্রহর গোনে।
ঝাড় পোঁছটা তারই মাঝে
কলাবৌয়ের নূতন সাজে।
পালকি কাঁধে যাচ্ছে কারা
কারা আবার ছয় বেহারা।
মা দুর্গার বাহন তারা,
দেশের চাকা ঘোরায় যারা।
পূজার শেষে তাইতো হেসে
বলছে মাগো আবার এসে
কোরো নিধন অসুর যত
নিজের মনে,ইচ্ছে মত।