এতদিনের জমানো পুঁজি ঝড়-জল-বর্ষায়
তিলোত্তমা-রূপ পেল বিশকর্মার পুতুল কারখানায়।
কপালে চোখ জ্বলজ্বল জ্বলজ্বল। ত্রিনয়নীর কান রক্তিম।
প্রশয়-সাগরে মিলে ছিল আখের গোছানোর
নিপুণ সুচারু বুনন।সুন্দ -উপসুন্দের কলহ,
প্রাত্যহিকতার চালচিত্রে রেশমী সুতোর নিখুঁত
বয়নশিল্প নিয়ে হাজির। রণপা লাগিয়ে উঁচু ,
উচ্চতর দক্ষতায় পকেট ভারীর ঝনঝনানি
অহোরাত্র কানে আসে। কিবা আশ্চর্যম !
মানুষের ভেতর মানুষটাই বিশ্বকর্মার হাতে
তিলোত্তমা রূপ পায় নি এ-যাবৎ !