হাজারটা নগ্ন চিত্র মার্চপাস্ট করে ,
হাজারটা ফুল ঝরে অকালে।
চোখে চোখে কাতরানি, পায়ে পায়ে হুল
ইতিহাস ঘাঁটি না , নসিবকে শুধুই দুয়ো।
ভাঙাচোরা ঠিকানা।
কব্জিটা নুলো , জমি টলমল।
ভাঙাচোরা ঠিকানা।
কোন ঘরে থাকবো, কতটুকু আলোতে ,
তাও নেইকো জানা।
হাজারটা পথ এলোমেলো ,
চলনবলন সবটাই সবেধন পাঁকে।