আমার সবটুকু নেওয়া হয়ে গেছে?
নাকি আরো কিছু নেবে?
আমার সবটুকু খাওয়া হয়ে গেছে?
নাকি আরো কিছু খাবে?
আমাকে নিঃস্ব করা হয়ে গেছে?
নাকি আরো কিছু শিষ্য পাঠাবে?
আমাকে পুরোপুরি ডোবাতে পেরেছ?
নাকি আরেকটু জলে নামাবে?
আমার বদনামের সব গান গেয়েছো?
নাকি আরো কিছু গান পেটে রয়ে গেছে?
তোমার আক্কেল দাঁত না ওঠা পর্যন্ত–
তুমি আমাকে কামড়াতেই থাকবে;
এই আকাশ কুসুম স্বপ্নই তোমায় একদিন মুছে দেবে।