মেয়েমানুষের প্রেম ছেড়ে কবিতার গা-ঘেঁষে বসেছি বহুদিন হলো। মেয়েমানুষ শান্তি দেয়
বহুদিন হলো টিপের পাতা কিনিনি। খোলা চুল কানের পাশ দিয়ে সরিয়ে দিইনি, চোখের কাজল দেখিনি। দেখতে চাইনা এমন নয়
অশান্তি চাই জীবনে। রাত্রে সময়ে ঘুমানোর অশান্তি, নিজের জন্য গোলাপ কেনার অশান্তি, বিষন্নতা শোনাতে না পারার অশান্তি
কবিতা আমাকে অশান্তি দেয়, জীবন দেয়, নিদ্রা দেয়। যেদিন মেয়েমানুষ কবিতা হয়ে দাঁড়াবে-
কবিতা ছেড়ে উঠে যাবো আমি
উঠে যেতে চাই এমন নয়।