আমরা যারা দোআঁশ ছুঁয়ে থাকি, ছোট্ট তারায় সূর্য খুঁজি আগে
স্যাঁতস্যাঁতে স্বপ্ন। অন্ধকার সকাল। শীতকাল জীবন। শিতঘুম ধর্ম। এর বাইরে থাকে বলতে মরীচিকার মত ইচ্ছা, নির্বুদ্ধিতা,
যেটুকু সঙ্গে নিয়ে বসে থাকি, আমরা-
যারা যারা দোআঁশ ছুঁয়ে থাকি।
এমনই কোনোদিন, অদ্ভুদ অন্ধকারে, আলোর স্বপ্ন আসে। দুর্বল পায়ে দাঁড়ায়। থাকবে বলে ঠিকানা খোঁজে
তখনও অন্ধকার এক। স্বপ্ন স্যাঁতস্যাঁতে। শিতঘুম ধর্ম।
অন্ধের বস্তিতে আলো এলে অশান্তি হয়। জানি। তবু-
মাঝ আকাশে জেগে থাকে মিটমিটে তারা
যার দিকে তাকিয়ে আলো খুঁজে বেড়ায়, আমরা–
যারা দোআঁশ ছুঁয়ে থাকি।
চাঁদ ছিলনা কোনোদিন। বস্তির অন্ধকারের কথা সবাই জানে, অশান্তির কথাও জানলো। মিটমিট করে জ্বলে উঠলো আলো, উজ্জ্বল হলো স্বপ্ন, সকাল, জীবন
সবাই দেখলো, জানলো। শুধু যা জানলো না, তা মাঝ আকাশে মিটমিট করে জেগে রইলো আজীবন
আসলে ঔজ্জ্বল্য জানে,
আমরা যারা দোআঁশ ছুঁয়ে থাকি, ছোট্ট তারায় সূর্য খুঁজি আগে।