আকাশে তাকিয়ে আকাশ দেখিনা। জলে খুঁজিনি জীবন।
মানুষে খুঁজিনা মানুষ
মাথা তোলার স্বপ্ন দেখিয়ে মই কেড়ে নেওয়া ভাগ্যরেখাকে দেবীজ্ঞানে পূজো করে চলেছি,
আজ ঊনিশটা বছর।
এটা একটা ঊনিশ বছরের ছোকরার জীবন?
পতঙ্গভুকের মত আকড়ে ধরছে ক্লান্তি, হুইস্কির মত নেশা হয়ে থাকে কবিতার, ফুটপাথের দেবতার মত জং পরে গ্যাছে প্রেমে
এটা একটা ঊনিশ বছরের ছোকরার জীবন?
শিরায়-শিরায় ছড়িয়ে পড়ছে ভাগ্য, রক্তে-রক্তে উধাও হয়েছে হিমোগ্লোবিন, পোশাকে-চামড়ায় ছড়িয়ে পড়েছে উইপোকা
ঊনবিংশ শতাব্দীর রূপকথার মত বেরঙীন এই ছোকরা জীবনে-
তোমার শিল্পী, তোমার
আমি জানতাম কেবল তোমার তুলির ক্ষমতা ছিল আমাকে রাঙিয়ে তোলার।