দৃষ্টি -ধোয়া বৃষ্টি মাখাও অষ্টপ্রহর মনে
ধূসর হওয়া শক্ত ভীষণ গোধূলি চুম্বনে ।
পিছল ঠোঁটে মুগ্ধ মেঘের শরৎবর্ণ হাসি
পূরাণ পলির গর্ভে ফোটায়- তোমায় ভালোবাসি ।
তিলের খবর দিও না থাক , মরবো মন্থনে
সন্ন্যাসী নই , ব্যতিক্রমী অসাংসারিক বনে ।
আমার কানেই তোমার কন্ঠ হরিনাভির যাদু
আমার আমি’র মৃত্যু হলে থাকবে না সুস্বাদু ।
স্বত্ব তোমার , সত্তা তোমার বহুর মাঝে এক
সংসারী ঘ্রাণ আষ্টেপৃস্ঠে বাঁধলে পলিপ্যাক ।
সত্তা শুধু বাড়ছে আয়ুর নিয়ম অনুযায়ী
তোমার তুমি মুক্ত ধ্রুবক , মনের মধুপায়ী ।