Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সময়ের অবকাশ || Madhuchhanda Ganguly

সময়ের অবকাশ || Madhuchhanda Ganguly

স্বপ্নে বিভোর রাতটা ছিল
দিনটা খুশির মধুর ,
হাসির ছটায় ভরিয়ে এ ক্ষণ
বাঁধভাঙ্গা সাধ সুদূর ।
অচেনাকে চেনার তাদিগ
অদেখার পিছে ছোটা…
স্বপ্নময় এই পৃথিবীটা
স্নিগ্ধ শিশির ফোঁটা।
কল্পকথায় গল্পকথায়
মনটা আনমনা ,
হৃদয়াকাশে হাজার তারার
অবাধ আনাগোনা ।
উড়ু উড়ু মেঘের ভেলায়
জলসায়রের ঝাঁক …
ইচ্ছা বোঝাই আশা তরী
ঘূর্ণিমায়ার বাঁক।
লাগাম ছাড়া সময় ছোটে
বাঁধ মানেনা কিছু ,
যৌবনটা ক্লান্ত ভীষণ
ছোটে ছুটির পিছু ।
গোধূলির ওই স্তিমিত আলোয়
জীবন কপাট খোলা ,
স্বপ্নে ঘেরা মন বাড়িটায়
অপূর্ণতার শিকল তোলা ।
চৈত্র দুপুর ক্লান্ত পথে
একাকী পথ হাঁটা ,
ছুটির ধ্বনির প্রতিধ্বনির
                          
বিঁধছে বুকে কাঁটা।
                           জীবনের এই শেষ স্টেশনটা                            
না  জানি….যাবে কবে চলে
অবসাদের ক্লান্ত পথিক
ঘুমাবে ছুটির  কোলে ।
               

জুঁই ,বেলি আজ ভীষণ খুশি
হাসছে হাসনুহানা ,
আজ যে খুকুর ছুটির দিন
নেই যে তা অজানা ।
গাঁয়ের বাঁকে শীর্ণ নদী
বাধা -বিঘ্ন ভুলে ,
আপন ছন্দে মাতছে কেমন
কলকল রব তুলে ।
আসবে খুকু সদলবলে
বসবে পরীর মেলা …
জলকেলিতে মাতবে সবাই
জমবে দুপুর বেলা ।
গাঁয়ের মাঠে চাঁদমামাটা
বিছিয়ে জ্যোৎস্না চাদর…
আসলে খুকু;জড়িয়ে বুকে
করবে ভীষণ আদর ।
মধুর সুরে ঝি ঝি রা সব
ধরবে মিঠে তান,
জোনাক আপন আলোর ছটায়
আনবে আলোর বান ।
অপেক্ষাতে বসে সবাই
সারা প্রহর ধরে….
হবে ছুটি আসবে খুকু
নেবে আপন করে ।

1 thought on “সময়ের অবকাশ || Madhuchhanda Ganguly”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *