কবি তো হতে চাইনি প্রিয়,
অভিনেতা করে অভিনয়
গীতিকার লেখে গীতিআলেখ্য
সময়ের ধারাপাতে পাল্টে গেছে সবই ।
ভাগ্যে ছিল যে এ অভাবনীয়
কবি তো হতে চাইনি প্রিয় ।
যন্ত্রণারা হয়ে সঙ্গী
তোমার স্মৃতিতে হয় মালাবদল
সেতো মিথ্যে ,
সত্য নয় , সত্য নয় ,
চূড়ান্ত ভাবনার সাক্ষাতে তা যে শুধু কল্পনীয়
কবি তো হতে চাইনি প্রিয় ।
চেয়েও তোমায় পাইনি বলে
আজ আমায় সবাই কবি বলে,
মনের মাঝে চাইগো তোমায়
সঙ্গমে নাহি চাই ।
অবশেষে ভগ্ন হৃদয়ে স্বপ্ন ইতির প্রান্তে
সময়ের ঘড়িটা থামিয়ে চেওনা কিছু জানতে ।
প্রকাশ্যে যদি বলি ভালবাসি
মনে হবে হয়তো তোমার ওসব নাটকীয়,
নির্জনতায় বসে বলি শোন,
কবি তো হতে চাইনি প্রিয় ।