মিছিল কঙ্কালের শোভাযাত্রা চলেছে
দলে দলে ক্ষয়িত ,তৃষ্ণার্ত,আর্ত,বুভুক্ষু–
পাথরের ‘পরে মাথা ঠুকে রক্ত ঝরায়
ঝরে না মনের অনুতাপ, বেদনা ;
দেবতার ক্রুদ্ধ মেজাজ আজ
রুদ্ধ আকাশ বাতাস, রুদ্ধ বসুন্ধরার
তীক্ষ্ণ দৃষ্টি ,- আগুন ঝরায়
ভস্ম করে দেয় সব !
চেত-সন্ন্যাসীবর হাতে কমন্ডলু
খড়ম জোড়া ঠক্ ঠক্ — নেমে আসে
পর্বত থেকে ; অমৃতের জল ছড়ায়
চারপাশে , হাতের ছাই তুলে ধরে
মন্ত্রজপে ছিটিয়ে দেয়–
জন্ম নেয় এক দেবতা,নতুন দেবতা ;
পূজার অর্ঘ্য যার ওই
ডাষ্টবিনের শুকনো ফুল,
যার বেদী রাঙানো শিমুল -পলাশের
তাজা রক্তে।
যার বলে হারানো কঙ্কালে
আসবে মাংসের প্রলেপ ,
তৃষ্ণার্তের ফুরাবে তৃষ্ণা
আকাশ বাতাস ধ্বনিত হবে
নতুন দেবতার বাণীতে ;
পৃথিবীতে আসবে জাগরণ
জাগবে নিশ্চল পাথর
মজুরের পতাকা গুলোর অধরে পড়বে
হাসির ছটা –নব সূর্যোদয়ের ।
নতুন দেবতার বরে মোরা সব
হয়ে যাব অমৃতের সন্তান
নতুন দেবতাকে জানাই প্রণাম ।
Good
খুব সুন্দর লেখা