গম্ভীর সমুদ্র-এর ঢেউ,
পায়ের কাছে এসে যেমন বিলীন হয়;
মাত্র কুড়িটা বছর পার,
একাকীত্বের গহীনে নীরব দাঁড়িয়ে সকলকে নিয়ে;
এখন চিলেকোঠার জানালা দিয়ে,
এক শালিক দেখলে মন ভালো যায়;
মাঠের ধারে ধুলোমাখা গায়ে
ছেলেটি যখন লাটাই হাতে ঘুড়ি ওড়ায়,
ঘুড়িটির জন্য কি ভীষণ বেদনা হয়;
হঠাৎই ঝোড়ো হাওয়া!
ছন্দহারা ঘুড়ি যখন ছাদে এসে পড়ে,
তা দেখতে বড়ো ভালো লাগে;
জগতে যা কিছু মূল্যবান,
তাই বড়ো একাকী, গম্ভীর, তেজি, নীরব।