আমি নির্লজ্জ ধুমকেতু
আমার হাতে কলম আছে যেহেতু
ভয়ে নেতাগণ হয় কুতুকুতু;
আমি তো শুকনো পাগল
ঐ তো সেই মরা ভাম
গোপনে আমার মনের খামে লিখে রেখেছি তোমার নাম।
তুমি শিক্ষিত হয়েও একখানা আস্ত বলদ
তোমার কথায়
তোমার মাথায়
তোমার শরীরে
সবখানেই দেখছি গলদ,
তুমি পুজো করো মানুষ মেরে
তুমি আগুন জ্বালিয়ে যাও দূরে সরে
আমার কথা বাদ দাও
তোমার কথা বলে যাও,
সবাই তোমায় স্যার স্যার বলে
তুমি মানুষের সেই সৌজন্যতার সুযোগ নিচ্ছ ছলে বলে,
তুমি পয়সা তোলো জনসেবায়
তুমি পয়সা তোলো রাজনীতিতে
তুমি পয়সা তুলো ধর্ম সভায়
তুমি পয়সা তোলো হাসিমুখে বক্তৃতায়
তুমি একটা মস্ত বড় চশম খোর
তোমার মুখ দেখে যেন না হয় শুরু আমার ভোর।
আরে আমায় কেন ভয় পাও?
আমার কথা বাদ দাও
আমি এক নির্লজ্জ ধূমকেতু
কেন ভয় পাচ্ছো? হাতে কলম আছে যেহেতু?
না; না; না; তোমার মত রাম ছাগলের পেছনে
একটি অক্ষরও আমি খরচ করব না।
তোমার জীবন ছোটে বহুল্যতায়
তোমার সুখের জীবনের কারণে অনেক মানুষ আজ দুর্দশায়
কাতারে কাতারে যত লোক এসেছিল তোমার দ্বারে
তারা নিঃস্ব,তারা অসহায়,
তোমার পাল্লায় পড়ে তারা দাঁড়িয়ে আছে কসাইখানায়।