তারপর শুরু হলো এক নতুন ভাবে
পথ চলার গল্প,
চোখের জলে যা লেখা যায়,
তাকি হাসার কথা হয়।
তবুও আমার চোখের জলে
দেখি তোমাদের তৃপ্ত মুখ,
জানো তো কবি আমি আমাকে
ঘিরে রাখে হরিৎ বসন্তের অসুখ।
আলো আর অন্ধকারের মাঝে
ভুলভাল লিখি ব্যর্থতার দিনলিপি,
সবুজ ,লাল ,গেরুয়া ,নীল সব রং
সাদা থেকে ধূসর হয়ে যায় লেখায় ।
সব যন্ত্রণার পথ ঘুরে গিয়ে
আমার সামনে প্রশ্নের মত দাঁড়ায় ,
তবু কৃষ্ণের বাঁশির মতন জীবন জিজ্ঞাসাআমায় গোলকধাঁধায় রেখে হারিয়ে যায় অজানায়।
আমি বোকার মতন বসে থাকি ধু ধু প্রান্তরে,
একাকী মানুষ তারপর শুরু করে পথ চলা,
গন্তব্য জানা নেই ,জানা নেই ভবিষ্যতের কথা,
তবু সে চলতেই থাকে আর চলতেই থাকে।