জ্ঞানের আধার তুমি , ঐতিহ্যে মহান ,
জ্ঞানসমুদ্রের ঢেউ , হেরি তব পাতে ।
তোমার কায়ায় ধরা , জ্ঞান ও বিজ্ঞান ,
অনাবিল শান্তি লাভ , পাঠে দিনরাতে।
মিটাই মনের ক্ষুধা , সত্যবোধ জাগে ,
সান্নিধ্য কামনা তব , সকলের ব্রত ।
সুখ দুঃখ বেদনার , অনুভূতি বুকে ,
আছো তুমি পাঠকের , অপেক্ষায় রত ।
অকৃত্রিম বন্ধু তুমি , অনাবিল শান্তি ,
নানা অভিঘাতে যবে , অশান্ত জীবন।
পীড়িত প্রাণের তুমি , করো দূর ক্লান্তি ,
সঞ্জীবিত করো তুমি , ক্লিষ্ট প্রাণ মন।
জীবনের যাত্রাপথে ,অতীতের সাথে,
সেতু বাঁধি বর্তমান ও ভবিষ্যৎ সনে ।
নিবিড় সম্পর্ক তুমি , গড়ে দাও তাতে,
সুষমা মণ্ডিত করো , মানব জীবনে।