জোনাকির আলোয় ধোঁয়া আঁধার রাত পেরিয়ে,
ভৈরবী মূর্ছনায় প্রত্যুষে মন্ত্র মুগ্ধের আমেজ,
উদ্ভাসিত দিবাকর দিনের প্রথম তন্ময় আলোয়,
চারিদিকে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসী কলধ্বনি আনন্দ ধারা,
শাঁখের মঙ্গলধ্বনিতে মন্দ্রিত বৈদিক মূর্ছনা।
বর্ষা বিদায় নেবে বলেও ধরে রেখেছে রেশ,
ঝকঝকে নীল আকাশে পেঁজা তুলোর মেঘ,
সাদা কাশবনের দোলায় জাগে হিল্লোল,
কাঠামোয় লেগেছে মাটির প্রলেপ শিল্পীর নিপুণ হাতে,
মৃন্ময়ী রূপে ফুটে উঠে মহামায়ার সনাতনী অবয়ব,
আগমনীর আগমন বার্তায় গুঞ্জরিত প্রতীক্ষার আকাশ বাতাস ।
ধ্রুপদী সময় কাল গোনে অনন্ত অপেক্ষার,
মাঙ্গলিক মন্ত্রমুগ্ধ উচ্ছ্বাস ছুঁয়ে যায় বিস্তীর্ণ চরাচর,
ভূবন জোড়া দেবীপক্ষের সূচনায় বয়ে চলে আনন্দ ধারা,
ধন্য এই ধরাতল দশভূজার বৈভবের ঐশ্বর্যে……….