চারদিকে মা এতো আঁধার,
বাধার অমা-নিশা,
ঘুছিয়ে দাও মা, আঁধার বাধার
দেখাও আলোর দিশা।
দীপের আলোয় দূর করো মা
যতেক আঁধার কালো,
মনের আঁধার দূর করে দাও
জ্বেলে বিবেক আলো।
অসুর তুমি, বধ করতে মা,
কসুর করো কেন,
ওদের জ্বালায় জ্বলছে মানুষ
দেশটা নরক যেন!
আজ ও কাঁদে নির্ভয়ারা
দেশের ঘরে ঘরে।
মা-বোনদের রক্ষা করো মা
ধর্ষক অত্যাচারে।
দূর করে দাও বিভেদ-বিদ্বেষ
জ্বালাও মিলন বাতি,
ধরায় আসুক, সম্প্রীতি সুখ,
ঘোচাও আধার রাতি!
জাতি-ধর্ম নির্বিশেষে
সবাই চলুক না একসাথে,
আনন্দেতে মাতুক সবাই
দীপাবলীর রাতে।