বইয়ের লেখা ক’জন পড়েন
যায় না কিন্তু জানা,
যদিও বই পড়তে কাউকে
করেনি কেউ মানা!
কেউ বা বলেন মুশকিল হল
পড়ে না আজ কেউ বই,
ফেসবুক হাতে মশগুল সবাই
কেমন মজে রই।
বইয়ের লেখা পড়তে গেলে
কিনতে যে হয় বই,
ফেসবুকের লেখা পড়ার জন্য
কেনার দরকার নাই।
ফেসবুকে নয় শুধু লেখা
কত ভরা ফেসে,(face)
আপনা থেকে হাতের মুঠোয়
ওঠে লেখা ভেসে।
বই পড়ে তো জানা যায় না
পাঠকের অভিমত,
ফেসবুকের ভাই লেখাতে পাই
পাঠকের নানা মত।
ফেসবুকের এই লেখা পড়তে
লাগে না কোন দাম,
লেখা পড়ে বন্ধুরা সব
করেন কতই সুনাম।
ভালো লেখায় মেলে,ছবি-
সহ সম্মাননা,
হাতের মুঠোয় বিশ্ব মেলে,
তথ্য যে অজানা।