একটা মেয়ে দুর্গা হয়ে
অসুর বিনাশ করে
একটা মেয়ে লক্ষ্মী হয়ে
সম্পদে ঘর ভরে।
একটা মেয়ে জগদ্ধাত্রী
জগতের ত্রাণ দাত্রী,
একটা মেয়ে বিদ্যার দেবী
বিদ্যার অধিষ্ঠাত্রী।
একটা মেয়ে কালী রূপে,
ভুবন করে আলো,
তার-ই জন্যে আঁধার রাতে
আলোর মালা জ্বালো।
সেই মেয়েটার জন্যে পালন
যে হয় দীপাবলীর রাত,
অশুভ সব দূর হয়ে যায়,
তার ছোঁয়ায় জাদু হাত।
এমন কত দুর্গা-কালী,
লক্ষ্মী, প্রতি ঘরে,
গুণবতী মেয়ের গুণে
সুখ আনে যে সংসারে।
তবু, আমরা সেই নারীদের
ভোগ্যপণ্য বানাই,
মায়ের সে দান, ভুলে গিয়ে
বৃদ্ধাশ্রমে পাঠাই।