লেখার গুনে ক’জন বলুন
হন যে বড় কবি,
প্রচার গুণে অনেককে যে
দেখি নকল নবি।
সাত নকলে আসল খাস্তা
বাজার দখল করে,
নকলে যে ছেয়ে গেছে,
নকল জগৎ ভরে।
কজন চেনেন আসল নকল,
কোন্ টা বেশি খাঁটি
আসল ফেলে নকল নিয়ে,
করেন ঘাটাঘাঁটি।
কবি সভায় ডাক পান যে
প্রচার যাদের বেশি,
নামি লোকের সঙ্গে যাদের
আছে মেশামেশি।
কবির চেয়ে বড় যে হয়
কে কার বালিকা,
কে কার কন্যা, কে কার জায়া,
কে কার শালিকা।
ব্যাকিং থাকলে যাই লেখনা,
লেখা ছাপা হবে,
ভালো লিখলে হিংসা করে
তোমায় চেপে দেবে।
খাস্তা মালও চলে যাবে
বিজ্ঞাপনের জোরে,
নামিদামি পত্রিকার ভাই
উঠবে পাতা ভরে।