চিরকাল সত্যের শব মুড়ে ফেলা হয়
মিথ্যের কফিনে,
কত অন্যায়, কত অবিচার,
ধামাচাপা পড়ে শাসকের
চক্রান্তের কবরে!
তদন্তের নামে প্রহসন,
প্রকাশ্যে আসে না,
শকুনি পাশার খবর!
কবরের কান্না দেখেনা তো কেউ,
জানে না তো কেউ,
তবু আলোড়িত হয় জনসমুদ্রে ঢেউ,
হত্যা না আত্মহত্যা?
এমন কত অনন্ত জিজ্ঞাসা,
ঘুরে ফিরে ওদের কবরে কবরে!
দুদিনে ভুলে যায় দুনিয়া,
জতু গৃহদাহের ষড়যন্ত্র!
ভুলে যায় সব শকুনির পাশা
কিংবা শকুনির কুমন্ত্র!
সেখানে হস্তিনাপুর কিম্বা মেদনীপুর
মিলেমিশে একাকার হয়ে যায়!