ঘুম ভাঙ্গায় ওদের
ভোরের সাইরেনের ডাক,-
ওরা চিমনির কালো ধোঁয়ার খোরাক।
বসুন্ধরার সুধা
ওরা শস্যে যোগায়,-
আপন জঠরের অগ্নি নিয়ে
সভ্যতার ক্ষুধা মেটায়।
স্বার্থ আদায়ের মিছিলে
ওরা অপরিহার্য ;
সাফল্যের স্বর্ণফলটি
ওদের জন্য নয়।
ওরা সভ্যতার পিলসুজের
পূতাগ্নিশিখা রাখে অনির্বাণ-
ক্লান্ত আঁধারেই ওদের জীবনাবসান।
সভ্যতার সাগর মন্থনের দণ্ড ওরা ,
উত্থিত লক্ষ্মী ,সুধাভাণ্ডে
ওদের অধিকার নেই –
ওদের ভাগ্যে শুধু বঞ্চনার হলাহল।
পৃথিবীর পচন রোধে ওরা
শ্রম-কিণাঙ্ক দেহের স্বেদ দিয়ে।
ওরা সভ্যতার মেরুদণ্ড ,
ধমনি, রক্ত-মাংস-মজ্জা।
ওদের অস্তিত্ব ও স্বীকৃতি
শুধু পরিসংখ্যানে,-
ওদের উন্নতি –
পোস্টারে আর নির্বাচনী শ্লোগানে ।