যুগ-যন্ত্রণার শিকার
রক্ত-মাংসেরএকটা নরম দেহ
ঊষার মরুগর্ভে
শক্ত পাথর অহল্যা,-
কাঁদে- গুমরে কাঁদে !
জীবনটা ছিল সরল সোজা-
সোজা আঁক টানতো মাটিতে ,-
বাঁকা লাঙ্গল কাস্তের
নিরন্তর সাহচর্যে
পরিণতি ন্যুব্জ দেহ !
মাটিটায় ছিল পর্যাপ্ত ফলন,
এক মুঠো অন্নের জন্য
সেই মাটিতেই –
অতৃপ্ত ক্ষুধা নিয়ে
শেষ বংশধর ঘুমোয়।
একবিংশ শতাব্দীর মিউজিয়ামে
অনাগত চোখের বিস্ময় –
লাঙ্গল কাস্তে !
অনাগত শতাব্দীতে
যান্ত্রিক ফলনে
লক্ষ্মী বাঁধা পড়বে বসুন্ধরায় ।
ঊষর মরুর বুক চিরে-
ন্যুব্জ কঙ্কাল , লাঙ্গল কাস্তে তুলে
গবেষক পাবে ডক্টরেটের খোরাক ।