সবাই তো জানো তোমরা
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল,
সে পারেনি রোদ্দুর হতে
এটাও তোমরা সবাই জানো,
রোদ্দুর হতে না পারার যন্ত্রণাটা
আজও, তাকে কুঁড়ে কুঁড়ে খায়।
ব্যর্থতার গ্লানি গায়ে মেখে
আজও সে করে চলেছে তার জীবনযুদ্ধ:
এটাই তার মনে গেঁথে রয়েছে
যদি কোনদিন সে রোদ্দুর হতে পারতো।
সবাই তাকে পাগল বলে
আবার কেউ তাকে সেয়ানা!
তবু সে তার স্বপ্নটাকে আঁকড়ে ধরে
চেয়েছিল বেঁচে থাকতে এই সংসারে।
কিন্তু গৎবাঁধা এই জীবনসংগ্রামে
যেখানে সবাই চায় হতে ডাক্তার,
কিংবা ব্যারিস্টার নয়তো ইঞ্জিনিয়ার
অমলকান্তির চাওয়াটা তাই, নিতান্তই অসার!
সবার স্বপ্নের চাহিদা পূরণ হলেও
স্বপ্নপূরণ হয়নি শুধুমাত্র অমলকান্তির।
সমাজবদ্ধ মানুষগুলো তাই, সব এক হয়ে
একদিন অমলকান্তিকে ধরে গেল নিয়ে
তারপর কি যে হলো কেউ জানে না:
অমলকান্তিকেও আর কোথাও দেখা যায় না!
সমাজের মাথারা, বলল একত্রে
অমলকান্তি অবশেষে রোদ্দুর গেছে হয়ে।।