বৃষ্টি ভেজা সকালের ডাকহরকরা
খবর দিলো প্রবল বর্ষার জলে
ভিজেভিজে তোমার ডাকে বাক্সে
ধরেছে লাল মরচে!
আজ তবুও তোমায় লিখতে বসেছি
বৃষ্টির ফোঁটার সাথে কালির ফোয়ারা
মিশিয়ে সৃষ্টি হোক জীবনের কলরব
নীলের খামের ঠিকানাবিহীন চিঠি
লিখতে চাইনা আমি!
বন্ধু পরিজনহীনএকাকি আজ সবাই
চারিদিকে আজ শুধু বিষাদের ধ্বনি!
ICU তে ভেন্টিলেটরে জীবনের ধুকপুক,
পেয়ালা পেয়ালা দুঃখের জুস আর নয়।
লিখতে বসেছি না বলা দিনের সব
না বলা কথা!
প্রকৃতিকে ধ্বংস করে সভ্যতার কথকতা,
ধর্মের সাথে ধর্মের বিদ্বেষ-
পারমানবিক ভয়ঙ্কর যুদ্ধ-
মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব-
আর হিংসা,লোভে ও পাপে
পরাজিত মানবতা-
মানুষের মান ও হুঁশ অবলুপ্ত!
আসছো তুমি আর কদিন পরেই
আসার আগে জানিনা আমার
এই চিঠিখানা পৌঁছে দেবে কিনা
সময়ের ডাকহরকরা
ঠিকঠাক মতো সঠিক ঠিকানায়
একটু সময় পেলে দেখে নিও
মা চিন্ময়ী জগৎজননী!
ক্ষমা করে দিও তোমার সন্তানদের!
তোমার রচিত এই ধরিত্রীকে থেকে
দূর করো সব হিংসা,লোভ ও পাপ!
সবার বাসযোগ্য করে তোলো
আবার এই সুন্দর ধরিত্রিকে।