ইগো যদি বাঁধে বাসা, তোমাতে বা আমাতে
জীবনে কি পারবে? সম্মান কামাতে?
ইগো নিয়ে বসে থাকো মন সংকীর্ণ
বড়দের ছোট করো হয়ে যাও দীর্ণ ।
জীর্ণ হৃদয়ে নিয়ে সাক্ষাতে উন্মুখ
বুঝতে কি পারো তুমি উদারতা প্রেম সুখ?
অহং এর মুক্তি, মুক্ত এ আকাশে
দিল খুশ ভালোবাসা সুগন্ধ বাতাসে।
বাতাসের গান শোনো,কান পাতো মননে
টের পাবে কষ্টটা, অন্তর খননে।
সন্ন্যাসী আছে কেউ, সংসার আছে যার
সাম্যটা কারো কাছে বাঁচবার হাতিয়ার।
হাতিয়ার নিতে চাও? পড়ো আর লিখে যাও
বাঁচবার মন্ত্রটা কারো কাছে শিখে নাও।
শুধু শুধু বদনাম কেন মিছে করো ভাই?
থাকো না নিজের মতো, কুপমন্ডুকতায়।
কথাটা বলতে পারো মুখোশের আড়ালে
মুখোশটা সরে গেল! তুমি কোথা দাঁড়ালে?
যে আসনে ছিলে তুমি, হ্যাঁচকায় এক টান
ভেঙে গেল মূর্তি, তুমি হলে খান খান।
খানদানি বংশ হতে পারো স্বভাবে
ঈর্ষার পুঁটুলিটা শিক্ষার অভাবে।
শিক্ষার সংজ্ঞাটা নয় পুঁথি বিদ্যা
কোনি হবে তখনই যদি থাকে ক্ষীদ দা।
ক্ষীদ দা কে পায় কেউ, কারো নেই কপালে
সেটাতেও ইগো আসে, বিশ্বাস গোপালে।
সৎ মনে সৎ কাজ সৎ ভাব ভরসা
উপকারী কিছুজন গোপনীয় ফর্সা।
ফর্সা হৃদয়টা, নয় সে বিজ্ঞাপন
প্রচারের আড়ালে ঈশ্বর সেই জন।
সমাজের দেবতা গরিবের ত্রাতা হয়
বিনয়ী সে হাসি মুখ শক্তির বরাভয় ।
পরাজয় হবে না কো, আলো মেখে আলো হও
দুই চোখে ঊষা আনো, সদা আলো কথা কও।
ইগো ভোলো প্রেমময় মানবিক ধর্মে
পরিচয় রেখে যাও নিজ নিজ কর্মে।