শেষমেশ শ’ মাইল ভাবনার শেষে
শব্দহীন নগ্ন নীলে শব্দবাড়ি গড়ি ।
আনন্দে ঘুম ঘুম মেঘশিশু
টলতে টলতে এসে দুপুরের বিছানা ভেজায় !
এখানে ধৈর্যের এক আকাশ উল বোনে
প্রচন্ড পর্বতের পর্যটকী হিম হিম
আকরিক আয়ু ।
অহেতুক প্রতিযোগী মৃত্যুর অসংযমী উত্তেজনা নয় ,
মুখোমুখি চালকের সহযোগী বিনয়ের
ইংরেজী উপমার নাম ‘ ব্যাক গিয়ার ‘ ব্যাক গিয়ার ‘!
আবারও ভাবতে পারি একশো যোজন
যদি সমতলে বিনয়ের বৃষ্টি দৃশ্য পাই ।