মানাতে মানাতে মানানসই মৃত্যু পেরিয়ে
একই নাভিমূলে কতবার যে জন্মালাম !
আগমনী পঞ্চমীর ভানুমতী কৈশোরের বুকে
মাত্র একটি ঢাকের ঢেউ- এ উড়ন্ত জলপ্রপাত ,
মাটিতে আছড়ে পড়ে’ অগস্থ্য আয়ুর গন্ডুষে
নিভু নিভু নিরস্ত নদী হয়ে গেলো ।
যে দৃশ্যে সকালের হাই- তোলা কুঁড়ির শৈশব
মুঠো মুঠো আনন্দ- ফুল হতো যুবক বোতামে ,
সে কখন বিষন্ন স্টেথোর জ্বরে
বিকেলের বিষাদে জড়ালো ।
দুপুরের ছায়াসুখ গোধূলির সূর্যে হারালো ।
তবুও বয়সী হাড়ে জেগে আছে যযাতি যৌবন ।
পূর্বাশ্রম নয় , চলন্ত বসন্ত বনে
না- মানার কিছু অহেতুক ভীড় ছেঁটে
স্বার্থপর নির্জনে কবিতার মনে মিললাম ।