মদালসা মহুয়ার চুরমার চুম্বনে নয় ,
আঙুরলতার মতো চারণ- তৃষ্ণা হয়ে এসো ।
পেতেছি পৌরাণিক ভীড়ে পেলিঙ- সকাল ,
সান্ধ্য ধমনী তীরে
বিপাশার ঝিরিঝিরি বাতাসের পাল ।
কিভাবে মুগ্ধ হলে , যথার্থ হবে সম্মত !
এই তো খুঁড়েছি বুক
পাতালের চঞ্চল জলকে দেখেছো !
কতো বিনিদ্র ভাবনা ছুঁয়ে ডুবে আছে চাঁদ
কৃপণ মুষ্ঠি খুলে দৃষ্টির রজ্জু ঝোলাও ।
অন্ধকার জয়ী হলে
দৈনিক জন্মের ইচ্ছে হারাবো ।