অগোছালো এই অহেতুক ভীড়ের ভাগাড় ভনিতা
কবে সমবেত পিপীলিকা পদাবলী হবে !
পড়শির চোখে চোখে না-বলা কথারা
আজও ডুবে যায় ধরি ধরি প্রতিযোগী কূপে ।
প্রশান্ত মহাসাগরের মাইল মাইল মৃত্যু
কেন্নো কুঁকড়ে যায় ছপছপ মেঘেদের বিলে ,
কোনও বিধ্বংসী ড্রোনের ড্রাগন আগুনে নয়
ক্ষীনজীবী টিট্টিভ একতার প্রণম্য ডানায় ।
অরণ্য মধুর মূলে জেগে আছে
দলবদ্ধ শ্রমের সততা ।
যাবতীয় যুদ্ধের মিশকালো মিসাইল
ঘুরে ঘুরে শব্দের ভাবনা পোড়ায় ।
তবুও কবিতা বুনি চর্চার তাঁতে
মদন তাঁতির মতো
নক্ষত্রের টিমটিমে আলোর নেশায় ।