ধু ধু সাদা পৃষ্ঠার উদগ্রীব উঠোনে
ফুটে উঠবে শাব্দিক সবুজ প্রত্যয় ,
শুধু তারই প্রতীক্ষায় ।
এখনও সুরক্ষিত নয় গণতান্ত্রিক
যোনীর স্বেচ্ছা অধিকার ।
এখনও সমস্ত উনুনে আগুন জ্বলে নি !
ভরপেট হিংসা নিয়ে শুয়ে আছে
একবিংশ শতাব্দীর সাত্ত্বিক শরীর !
ঝপাঝপ ঝাঁপিয়ে পড়ছে পঞ্চম সপ্তম নবম
শ্রেণীর ইতিহাস ভূগোল বিজ্ঞান…
রোজগেরে ঝুলন্ত ট্র্যপিজের জালে !
এখনও নীল চাষের রক্তাক্ত জমি
দগদগে বেত্রাঘাত ভোলে নি ।
এখনও গান্ধীর হরিজন একা একা পুড়ে যায়
নির্বাচিত শাসকের একান্ত ইচ্ছায় ।
আরও শত শত পঙক্তির বিধ্বস্ত বচন
ভীড় করে সর্বংসহা কবিতার বিবর্ণ জেটিতে ।
তবুও , লোরকা- নাজিমের হাত ধরে
এখনও এক ফালি সবুজ কবিতা লেখার
স্বপ্ন দেখে যাই ।