অ- লেখা অক্ষর সুখ গলে গলে বর্ণকণা
ঝিরিঝিরি আমাকে ভেজায় ।
দুরু দুরু পান্ডুলিপি ,
এখনই দুর্মর হরফের দুর্গে যেও না ।
শব্দসাথীবৃন্দ আমার সঙ্গে
ভাবনার অভয়ারণ্যে এক্কা দোক্কা খেলছে ।
কলমের নিশপিস সাড়া পেলে রসভঙ্গ হবে ।
স্বাধীন শব্দসুরে কতো বিভোল বুলবুলি
এইমাত্র সরস্বতী কুন্ডী ঘুরে এলো ,
এখনও তাদের গায়ে সভ্যতার করাত চরেনি ।
আদিগন্ত কল্পবাগানে না – লেখা কবিতা কুহু
বারোমাস বসন্ত আনে ।
ধরি ধরি তিন আঙুল , একটু দাঁড়াও ।
কেননা দরাজ ভাবনারা একবার লিপিবদ্ধ হলে
বড় সীমাবদ্ধ এবং কৃপণ হয়ে যায় ।