চারপাশে চাপরাশ গার্হস্থ্য গ্রহণ ,
অপেক্ষা দাঁড়িয়ে কুহু কবিতার কূলে ।
কবে আমি সাংসারিক পদ ভুলে
নির্জনে শব্দহীন শব্দসন্ন্যাসী ,
প্রিয় প্রিয় পিপাসার পানসি ভাসাবো !
ক্রমশ কমে আসছে
কলমের নলকূপে শেকড়ের শ্রমণ প্রতিভা ,
আলেয়ার অরণ্যে সোনা সোনা মৃগস্বাদ ।
অতঃপর ,
প্রকৃতির নৈঋত কোণে এক আশ্চর্য সকালে
মমির ললাট ফুঁড়ে মহীয়সী আলোকলতার জন্ম হয় ।
হতাশার আয়ুশ্বাস দপ্ দপ্ নিভে এলে
সৃজন স্বপ্নস্বাদে চর্চার সাময়িক জ্বর সেরে যায় ।
তারপর
জোনাকির ঢেউ এ ঢেউ এ জীবনের পুনরুত্থান ।