বিষন্ন বিকেলের বুদবুদে আফোটা সকালের
এক ফোঁটা চেরীর চুম্বন দেবে , প্রেম ?
প্রৌঢ় মজ্জা মূলে প্রমত্ত জেগে আছে
রিমঝিম যযাতি -হরমোন ।
নিঃসংকোচ এই স্বীকারোক্তি
তোমারই কাছে শুধু , হে সত্য শিব !
তবু কেন অদৃশ্য পিস্তলে
সামাজিক -কার্তুজ ভরে দাও , ভয় !
চিত্রকূট পাহাড়ে , ধিক্ বনবাসী যা চলে যা , লজ্জা ।
গোলাকার চন্ডীমন্ডপে কুয়াশায় বসে
পরাশর-শুক্র খাক অবৈধ ফুসফুস সভা ।
মনের মহতী চোখে তোমারই দৃষ্টি ভাসিয়েছি , মেঘ ।
সাগর সম্মতি নিয়ে বারবার বৃষ্টি বুকে
মোহনায় মৃত্যু ফুঁড়ে উৎসে ফিরে যাবো , জাতিস্মর !