অমাবস্যার রাত বারোটায়
বেঁধেছে খুব গোল,
জলার ভূতের বিয়ে হবে
বাজছে ঢাক আর ঢোল।
মেছো পেত্নী কনের সাজে
মুখে খুশির লাজ,
এতোদিনের পিরিতের যে
জয়টা হলো আজ।
বরযাত্রী ভূত নাচছে সবে
ধিতাং ধিতাং বোল,
খ্যাংড়া কাঠি হারগিলে ভূত
বেদম বাজায় খোল।
বেম্মদত্যি মন্ত্র পড়ে
ইরিং বিরিং চং,
জলার ভূত আর মেছো পেত্নীর
লাগলো মনে রং।