চারদিকে যা ঘটছে কান্ড
শঙ্কা জাগে মনে,
ঘরে বসেই পড়াশোনা
বসে ফোনের সনে।
যাওয়া আসা বন্ধ সবার
মুঠোফোনে কথা
ঝড় এলেই খাটের নিচে
মায়ের আদেশ যথা।
বনের বাঘে না খেলেও
মনের বাঘের ভয়ে,
মনমরা যে সকল শিশু
ঘরে বন্দি হয়ে।
স্কুল ছাড়া,বন্ধু ছাড়া
ভালো কি আর লাগে?
সুদিন ফিরে আসবে তো ভাই
শঙ্কা মনে জাগে!